বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো, বার্ষিক বনভোজন

সুরমা, কুশিয়ার, মনু, টাঙ্গুয়া পারের পদচারনায়, মুখরিত কানাডার থমসন পার্ক

  • প্রকাশের সময় : ২১/০৭/২০২৫ ০৫:৪৯:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
51

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চড়ুইভাতি’র বাংলা প্রতিশব্দ বনভোজন। প্রবাসীদের কাছে প্রচলিত শব্দ পিকনিক।এই পিকনিকে পরিচিত ও অপরিচিত জনের শিহরণ জাগানো উপস্থিতি স্মৃতির মন্দিরে ঢেউ তোলে এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ক্যানাডায় বাসবাসরত সিলেটি প্রবাসীদের উপস্থিতিতে জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।


২০ই জুলাই (রবিবার) টরন্টোর থমসন পার্কে বনভোজনে প্রবাসীদের মিলনমেলায় পরিনত হয়।


সবুজে ঘেরা নয়নাভিরাম থমসন পার্কে দুপুর থেকে বিকাল পর্যন্ত কানাডাস্থ জালালাবাদ এসোসিয়েশনের পিকনিকে সুরমা,কুশিয়ারা,মনু আর টাঙ্গুয়া পারের সদস্য তাদের পরিবার ও কানাডায় অবস্থানরত বাঙালি কমিউনিটির বিশিষ্টজনদের পদচারনায় মুখরিত ছিলো পিকনিক স্পট । সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি সত্যিকারের মিলনমেলায় রূপ নেয়। অনেকেই বলেন প্রবাসের বুকে একখন্ড সিলেট।


প্রতিবছরের ন্যায় এবারও বনভোজনে ছিল নানান আয়োজন। পরিবার, শিশু-কিশোর আর মুরব্বিদের পদ চারণায় থমসন পার্ক যেন হয়ে উঠেছিল এক টুকরো সিলেট। অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিল। মধ্যাহ্ন ভোজের পর সবাই মেতে উঠেন ক্রীড়া প্রতিযোগিতায়।


জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী শরিফ মারুফ সকলের অংশ গ্রহণে ও আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফল করে তুলার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সেই সঙ্গে নতুন প্রজন্মের কাছে সিলেটি সংস্কৃতি  তুলে ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


বনভোজন শেষে বিভিন্ন ইভেন্ট ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কমিউনিটির নেতৃবৃন্দ।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি