বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

সিলেটে বিশেষ অ‌ভিযা‌নে বিআরটিএ

  • প্রকাশের সময় : ২০/০৭/২০২৫ ০৫:২৯:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
18

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) বিআরটিএ। রোববার (২০ জুলাই) সকালে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় মহাসড়কে এ অভিযান শুরু হয়েছে।


সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। 


অভিযানে রেজিষ্ট্রেশনবিহীন অবৈধ বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ সবধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মো. আব্দুর রশিদ জানান- সিলেটের সড়ক-মহাসড়কে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে মামলা দায়েরসহ সংশ্লিষ্ট আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তায় চলছে এ অভিযান।


সংশ্লিষ্ট সুত্র জানায়, সিলেটে প্রায় আড়াই হাজার পুরোনো বাস ট্রাক রয়েছে, যার অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। বিভিন্ন সড়কে অর্ধলক্ষাধিক রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ এ অভিযান শুরু করেছে বিআরটিএ



সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি