শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতাদের জামিন নামঞ্জুর, জেলহাজতে প্রেরণ

  • প্রকাশের সময় : ১৭/০৭/২০২৫ ০৯:৪০:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
30

সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগের পাঁচ নেতাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত ।


বুধবার  হাইকোর্ট থেকে প্রাপ্ত ৮ সপ্তাহের জামিন শেষে তারা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।


জেলহাজতে পাঠানো নেতারা হলেনঃ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আকবর আলী ফখর, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগ নেতা সাদেক আহমেদ।


জানা গেছে, এই পাঁচ নেতার বিরুদ্ধে জুলাই ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের একাধিক হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিয়ম অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করেন।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি