বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

জকিগঞ্জে বীরশ্রী সমাজকল্যাণ সংস্থার এসএসসি-দাখিল উত্তীর্ণ সংবর্ধনা

  • প্রকাশের সময় : ১৭/০৭/২০২৫ ০৯:৩৩:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
13

জকিগঞ্জে বীরশ্রী সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে এসএসসি-দাখিল উত্তীর্ণদের  সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৬ জুন)  দুপুর সাড়ে ১২ টায় বীরশ্রী ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি জাফরান আহমদ। সাধারণ সম্পাদক সুলেমান আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রবাসী সংগঠক, সমাজসেবক জাহেদ আহমদ ফারহান।


বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার, সোনাপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, কাজী খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন, বরকতপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান, বিশিষ্ট সাংবাদিক এনামুল হক মুন্না, সিলেট পূর্ব জেলা তালামীযের সাধারণ সম্পাদক আবু ছায়িদ আশিক, সংস্থার উপদেষ্টা কয়েছ আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বিশিষ্ট মুরব্বি ময়নুল হক, সামছুল ইসলাম চুনু, বীরশ্রী সমাজকল্যাণ সংস্থার রুবেল আহমদ, মারুফ আহমদ, অলিদুর রহমান, নাজিম আহমদ, জাহেদ আহমদ রিজাল, শহীদ আহমদ, আবিদ আল হাসান উপস্থিত ছিলেন।


বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলী অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তাদের বক্তব্যে উঠে আসে দেশ ও জাতির কল্যাণে তরুণ প্রজন্মের ভূমিকার বিষয়টি। শিক্ষা, দেশপ্রেম এবং মূল্যবোধের সমন্বয়ে একটি উন্নত সমাজ গড়ার স্বপ্ন এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল। কৃতি শিক্ষার্থীরা হচ্ছেন দেশের ভবিষ্যৎ।

বক্তারা বীরশ্রী সমাজকল্যাণ সংস্থার ভূয়সী প্রশংসা করেন। বিপুলসংখ্যক কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন  নেতৃবৃন্দ। এই সম্মাননা শুধু তাদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতে আরও ভালো করার জন্য একটি উৎসাহ। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। তাদের অনেকেই জানান, এই ধরনের আয়োজন তাদের জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তারা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই সম্মাননা তাদের শিক্ষাজীবনে আরও মনোযোগ দিতে এবং লক্ষ্য অর্জনে অবিচল থাকতে অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি