বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় মদ,প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৭/০৭/২০২৫ ০৯:২৪:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
20

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১০১ বোতল ভারতীয় মদের চালান,একটি প্রাইভেট কারসহ ১মাদক ব্যবসায়ীকে আটক করেছে।


গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহর লাল দত্তের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম  বৃহস্পতিবার ১৭/৭/২০২৫ ইং সকাল ৬টা ২০ মিনিটের সময় গোয়াইনঘাট থানাধীন ১২নং সদর ইউনিয়নের  তিতারাইস্হ অলিম্পিক ব্রিক্স ফিল্ডের মূল গেটের ৫০ গজ উত্তরে গোয়াইনঘাট-রাধানগর- জাফলং  সড়কের উপর চেকপোস্ট ডিউটি চলাকালে রাধানগর এলাকা হইতে গোয়াইনঘাটগামী একটি নেভি ব্লু রংয়ের পুরাতন প্রাইভেট কার নং-ঢাকা মেট্রো-গ-১৩-৩৩৩৬ গতিরোধ করে। 

এসময় উপস্থিত জনসাধারণের সামনে পুলিশ প্রাইভেটকারটি তল্লাশি করে প্রাইভেট কারের পিছনের ভ্যানে লুকিয়ে রাখা ১০১ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ পাওয়া যায় এবং ঐ প্রাইভেটকারের পিছনের ভ্যানে রাখা এসব মদ উদ্ধার করে।


এসময়  আমদানি নিষিদ্ধ ভারতীয় মদের চালান পরিবহনের সাথে জড়িত থাকার দ্বায়ে গোয়াইনঘাট সদর ইউনিয়নের ছোটখেল গ্রামের মমত জালাল উদ্দিনের ছেলে জুবায়ের আহমেদ(২৫) ঘটনাস্থল হতে গ্রেফতার পুলিশ। 


গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ জানান, গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১০১ বোতল ভারতীয় মদের চালান,একটি প্রাইভেট কারসহ ১মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জুবায়ের আহমেদ(২৫) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে,মামলা নং ২০,তাং ১৭/৭/২৫ ইং।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি