শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আ গু ন দেওয়া স্বামী গ্রেফতার

  • প্রকাশের সময় : ১৪/০৭/২০২৫ ০৮:৩৩:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
37

সিলেটের কানাইঘাটে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবানা বেগমের (২০) শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেছেন স্বামী হোসেন আহমদ চৌধুরী আক্তার (৪৫)। ঘটনার পর তিন দিন পলাতক থাকলেও শেষ পর্যন্ত স্থানীয়দের সহায়তায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।


সোমবার (১৪ জুলাই) দুপুরে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের দরিদ্র দিনমজুর আব্দুল জব্বারের মেয়ে সাবানা বেগমের ওপর এই নির্মম হামলা চালানো হয়। বিয়ের পর থেকে পারিবারিকভাবে কলহ চলছিল। সেদিন অসুস্থ স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে নিতে যান আক্তার। শ্বাশুড়ি তাতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তিনি বাড়ি থেকে বের হন এবং কিছুক্ষণ পর বাজার থেকে একটি টাইগার ড্রিংকের বোতলে করে পেট্রোল কিনে এনে ঘুমন্ত স্ত্রীর গায়ে ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যান।


মেয়ের আর্তচিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান। পরে আশঙ্কাজনক অবস্থায় সাবানা বেগমকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।


চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে সাবানা বেগম একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে তিনি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।


কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগে হোসেন আহমদ চৌধুরী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি