মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

হত্যা মামলা থেকে বিএনপি নেতা নূর আলীর নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : ১৬/০৬/২০২৫ ০৩:১৬:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
47

শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামের হানিফ আলী হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে, নির্দোষ, নিরপরাধ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূর আলীকে আসামি করার প্রতিবাদে এবং অনতিবিলম্বে মামলা থেকে নাম প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার(১৬ জুন) সকাল সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ বাজার চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, জেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন, জেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান বাবুল, সদস্য মহির উদ্দিন।


উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সামছুদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা লুৎফর রহমান, এবাদুর রহমান, পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাদির জিলানী, শিমুলবাঁক ইউনিয়ন বিএনপির সভাপতি মহিবুর রহমান মানিক প্রমুখ৷ 


মানববন্ধনে উপজেলা বিএনপি নেতা জিতু মিয়া, আকবর আলী, আমির মিয়া, রেজাউল করিম রাজু, জয়কলস ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ মিয়া, তালেব মিয়া, যুবদল নেতা আবুল হাসনাত, হাবিবুর, রায়হান মিয়া, উপজেলা ছাত্রদল নেতা ওবায়দুল করিম মাছুম, শাহাদাত হোসেন কামরান, সুমন আহমদ, সিদ্দিকুর রহমান পাপ্পু ও আল আমিনসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মানববন্ধনে বক্তারা বলেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও এখনও বিএনপি নেতাদের মিথ্যা মামলার আসামি করে হয়রানি করছে স্বৈরাচারের দোসররা৷ যারা গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের সময় এই এলাকায় বিএনপি নেতাদের নানাভাবে অত্যাচার নিপীড়ন করেছিলো তারাই নিজেদের পারিবারিক বিবাদে হানিফ আলী নিহত হওয়ার ঘটনায় স্বজ্জন রাজনীতিবিদ নূর আলীকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় মিথ্যা আসামি করেছে। মূলত এই ঘটনার সাথে নূর আলীর কোন সম্পৃক্ততা নেই। আমরা সুনামগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান করবো, সুষ্ঠু তদন্ত পূর্বক অনতিবিলম্বে নূর আলীর নাম এই মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করা হোক। এবং অনতিবিলম্বে শান্তিগঞ্জ থানার ওসিসহ প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত অপসারণ করতে হবে৷  যদি নুর আলীকে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি না দেয়া হয় তাহলে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি এই এলাকার আপামর জনসাধারণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে৷


সিলেট প্রতিদিন / Sl


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি