বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটির উপাচার্য হলেন শাবি অধ্যাপক তাজ উদ্দিন

  • প্রকাশের সময় : ০৯/০২/২০২৫ ০৯:২৮:৪২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
146

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লিডিং ইউনিভার্সিটির’ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।


রবিবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।


এতে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী শাবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও প্রধান ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে লিডিং ইউনিভার্সিটি উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।


নিয়োগ শর্তে বলা হয়, ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন ও এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


নতুন দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, ‘দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে লিডিং ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবো। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।’


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি