বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

সিলেটে স্বাস্থ্যকর জীবনধারা প্রচার করলো ইউএসএআইডি

  • প্রকাশের সময় : ১২/০১/২০২৫ ০৯:০০:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি : সিলেট প্রতিদিন
Share
21

ইউএসএআইডি-এর ‘হেলথিয়ার ইন মোশন’ ক্যাম্পেইনের উদ্যোগে সিলেটের প্রাণবন্ত দুই কিলোমিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যা শারীরিক কার্যক্রম, মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতার গুরুত্ব তুলে ধরে।


শনিবার সকালে এ প্রতিযোগিতায় অংশ নেন ২৫০ জনের বেশি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। যা নতুন প্রজন্মের কাছে ফিটনেস সচেতন ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার বার্তা পৌছে দেবে।


সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আয়োজনে উপস্থিত হয়ে ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদান করেন এবং তাদের স্বাস্থ্যকর জীবনযাত্রায় উদ্বুদ্ধ করেন।


ক্রিকেটার রেজাউর রহমান রাজা ও তৌফিক খান তুষার এই আয়োজনে অংশ নিয়ে ভিন্ন মাত্রা যোগ করেন এবং আয়োজনটিকে স্মরণীয় করে তুলেন।


স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্রিয় সমর্থনে ইভেন্টটি সফলভাবে শেষ হয়।


সারা দেশে সক্রিয় ও স্বস্থ্যকর জীবনধারা প্রচারের উদ্দেশ্যে আয়োজিত একাধিক আঞ্চলিক অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ছিল এ দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা ১০ জন প্রতিযোগী পেশাদার ক্রীড়াবিদদের পরিচালনায় একটি অনলাইন সেশনে অংশগ্রহণের সুযোগ পাবেন, যেখানে ফিটনেস, সুস্থতা এবং ক্রীড়াক্ষেত্রে ক্যারিয়ার নিয়ে আলোচনা করা হবে।


এই আয়োজনে সোশ্যাল মার্কেটিং কোম্পানি শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইলেক্ট্রোলাইট পানীয় সরবাওরাহ করেছে। ইউএসএআইডি’র “হেলথিয়ার ইন মোশন: গতিতেই সুস্বাস্থ্য” ক্যাম্পেইন, খেলবেই বাংলাদেশ এবং ঢাকা ফ্লো-এর মতো অংশীদারদের সঙ্গে যৌথভাবে আয়োজিত হচ্ছে। এটি সরাসরি ইভেন্ট ও ডিজিটাল প্রচারণার মাধ্যমে আড়াই লাখের বেশি নারী ও কিশোরীকে স্বাস্থ্য সচেতন করার লক্ষ্য নিয়েছে এবং আরও লক্ষাধিক মানুষকে স্বাস্থ্যকর আচরণ সম্পর্কে শেখাচ্ছে।

এ ক্যাম্পেইন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পপ-আপ ইভেন্ট, ফিটনেস চ্যালেঞ্জ এবং আঞ্চলিক উদ্যোগ আয়োজনের মাধ্যমে টেকসই জীবনধারা ও জেন্ডার ক্ষমতায়নের জরুরি প্রয়োজনীয়তার বিষয়ে কাজ করছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি