সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ এর "নবপল্লব" প্রকল্পের অবহিতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উন্নয়ন সংস্থা ডি এস কের আয়োজনে পরিষদের হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবজাল হোসেন।
এ সময় "নবপল্লব " প্রকল্পের সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশ নব পল্লব প্রকল্পের প্রজেক্ট অফিসার আব্দুল মতিন তালুকদার, ডি এস কের প্রতিনিধি কমল কান্তি রায়, কেয়ার বাংলাদেশ এর জোবায়েদ হাসান,সি এন আর এস এর মো: মামুন, কেয়ার বাংলাদেশ এর ফিল্ড ফ্যাসিলিটর অসিত দাস, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় পাল প্রমুখ।
অবহিতিকরন সভায় উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের ইউপি সদস্য / সদস্যা সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অবহিতকরন সভায় পরিবেশগতভাবে সংবেদনশীল হাকালুকি হাওড় অঞ্চলে ইকোসিস্টেম সুরক্ষা, টেকসই জীবিকায়ন, দুর্যোগ প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে কাজ, স্যানিটেশন ও নিরাপদ পানি ব্যাবস্থা নিয়ে সার্বিক আলোচনা অনুষ্ঠিত হয়।




ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি



