শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

ধানের শীষ জিতে গেলে জিতে যাবেন, খালেদা জিয়া ও তারেক রহমান : মিলন

  • প্রকাশের সময় : ২৪/১১/২০২৫ ২২:০৫:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
9

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ  জেলা  বিএনপি'র  আহবায়ক  ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক- দোয়ারাবাজার আসনে  বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ । আমরা সবাই ধানের শীষে ভোট দিতে চাই। ছাতক-দোয়ারাবাজার আসনে  দল থেকে আমাকে ধানের শীষ প্রতিকের  মনোনয়ন দেয়া হয়েছে। আপনারা মনে রাখবেন,ধানের শীষ শহীদ রাস্ট্রপতি 

জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা ও বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিক। ধানের শীষ  জিতে গেলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিতে যাবেন। আমাকে আপনারা জানেন ও চিনেন,আমি আসন্ন নির্বাচনে  সকলের দোয়া ও সহযোগিতা চাই। ছাতক-দোয়ারাবাজার আসনে ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করতে চাই।


সোমবার (২৪ নভেম্বর)  বিকেলে কলিম উদ্দিন আহমেদ মিলন ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের গণ সংযোগ ও রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট  বিতরণ শেষে দোলারবাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 


ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল হকের সভাপতিত্বে 

এবং ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখর উদ্দিন ও উপজেলা যুবদল নেতা মাওলানা জিয়াউর  রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফয়জুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য  আনজব আলী,নিজাম উদ্দিন, উপজেলা জাসাসের সদস্য সচিব গোলাম কিবরিয়া, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ। সভার শুরুতে পবিত্র কোর আন  তেলাওয়াত করেন  ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির  সদস্য ক্বারী আছকির আলী। 


সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নজরুল ইসলাম 

পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা  বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক  ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি,মোশাররফ হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত জসিম উদ্দিন  সুমেন,যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছায়াদুজ্জামান, আতাউর রহমান এমরান, দিদার আলম,কয়েছ আহমেদ,এড আব্দুল কাহার, গোবিন্দগঞ্জ - সৈদের গাও ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হক, দক্ষিণ খুরমা ইউনিয়ন  বিএনপির আহবায়ক শামীম আলম নোমান, উত্তর খুরমা ইউনিয়ন  বিএনপির আহবায়ক আজিজুর রহমান, জেলা  কৃষক দলের যুগ্ম আহবায়ক পীর ছায়াদুর রহমান,উপজেলা  কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ,জাসাসের আহবায়ক মো.আব্দুল আলিম,উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহবুব আহমদ। 


উপস্থিত ছিলেন,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, তানিমুল ইসলাম,বিএনপি নেতা আলী হোসেন মানিক,আমিন উদ্দিন,মাওলানা নিয়ামত উল্লা নজির আহমদ,খলিলুর রহমান,সোনা মিয়া,নুরুল ইসলাম, কাজল মিয়া,আব্দুল হাই লিপু,আব্দুল  মমিন,শুকুর আলী, আব্দুল মজিদ,আলী মিয়া, আবুল হাসনাত, আব্দুল কুদ্দুছ, লিটু মিয়া,মো.ইউনুস আলী,আজিজুর রহমান,রাহিম আলী আরশ আলী,দিলাল আহমদ,বশর মিয়া,মো.আরজ আলী, ডা.আব্দুল মালিক,নাজিরুল হক,আবু তাহের,মো.ধন মিয়া, আবজাল মিয়া,আখতার হোসেন,মাওলানা নিয়ামত উল্লাহ, মকবুল আলী,ছোরাব আলী,চুনু মিয়া, মধু মিয়া, মরম আলী, ইয়াছিন আলী,হাশিম আলী,আব্দুল মানিক,রাকিব আলী, নেছার আহমদ,খছরু মিয়া,আজাদ মিয়া,জুনেদ আহমেদ, আব্দুল হামিদ,আছলম আলী,রুবেল হোসেন,আব্দুল গফুর,

লুৎফুর রহমান,সিরাজ মিয়া,আলকাছ আলী,আপ্তাব আলী,

আনোয়ার পারভেজ, দিল হোসেন, 


কৃষকদলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম আলী রাসেল,উপজেলা যুবদলের মো.আব্দুল কাইয়ুম,মো.ফয়জুল আহমদ পাবেল, আবদুল মুনিম মামনুন,মুহিবুর রহমান মুহিব, ইজাজুল হক রনি,তোফায়েল খান বিপন,দিলোয়ার হোসেন,আব্দুস সহিদ শিপলু,দেলোয়ার  হোসেন ইমরান,ইমরান হাসান, জাহাঙ্গীর আলম,এস এ মুন্না,শাওন আহমদ,কুতুব উদ্দিন, মো.সাহাব উদ্দিন, আমির উদ্দিন,আসাদুল,


সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমন,ছাত্রদলের মো.শাহ সোনা আলী,শাহেদ ইয়াসিন, রুহুল আমিন,মাহদি উল আলম, ইশতিয়াক আম্বিয়া রায়হান,রাজু আহমদ,বদরুল আলম মারজান প্রমুখ।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি