শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

ধর্মপাশা প্রেসক্লা‌বের ক‌মি‌টি গঠন

  • প্রকাশের সময় : ১১/১১/২০২৫ ২০:৫১:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
137

সুনামগঞ্জের ধর্মপাশা প্রেসক্লা‌বের নবগঠিত  ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। দৈনিক সংবাদ ও সিলেট প্রতিদিনের উপজেলা প্রতি‌নি‌ধি সেলিম আহম্মেদকে সভাপ‌তি ও যায়যায়দিনের প্রতি‌নি‌ধি শাকিন শাহকে সাধারণ সস্পাদক ক‌রে ১৪ সদস‌্য বি‌শিষ্ট ২ বছর মেয়া‌দি ক‌মি‌টি গঠন করা হ‌য়। 


মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে আয়ো‌জিত সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি-সম্পাদক নির্বাচিত হয়। 


ক‌মি‌টির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপ‌তি আরিফ খান (ডেইলি অবজারভার), যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো.মনির হোসেন (আমার বার্তা), সাংগঠনিক সম্পাদক রবি মিয়া (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), কোষাধক্ষ্য আকমল হোসেন চৌধুরী (ভোরের সময়), দপ্তর সম্পাদক সাঈদ কুতুব (দৈনিক সংগ্রাম), প্রচার সম্পাদক সাইফুল ইসলাম (মুভি বাংলা টিভি)। 


কার্যকরী সদস্য মো. রফিকুল ইসলাম টিটু (দৈনিক জনকথা), ইমাম হোসেন (মুক্ত খবর) মো. শামীম আহমেদ (সময়ের বুলেটিন)। সদস্য মো. আল আমিন (দৈনিক আমাদের মাতৃভূমি), মইনুল করিম রাজা (দৈনিক বাংলা ধারা), ইলিয়াস হায়দার সেতু (আজকের খবর)।


কমিটি গঠন শেষে সকলের উপস্থিতিতে প্রেসক্লাবের গঠনতন্ত্রের আংশিক পাঠ করা হয়।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি