বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
দলীয় সূত্র বলছে, প্রায় ১৭ বছর প্রবাসে থাকার পর তারেক রহমান ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশের বাসায় অবস্থান করবেন।
রাজধানীর গুলশান এভিনিউর ১৯৬ নম্বর ওই বাড়িতে সংস্কার ও নিরাপত্তা জোরদারের কাজ শেষ পর্যায়ে। ভবনের বাইরের দেয়াল নতুন রঙে সজ্জিত করা হয়েছে, সীমানা প্রাচীরে বসানো হয়েছে কাঁটাতারের ঘেরা নিরাপত্তা বলয়।
এছাড়া গুলশান-২ এর ৮৬ নম্বর রোডে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়েও চলছে প্রস্তুতি ও নিরাপত্তা বাড়ানোর কাজ।
ফজলে এলাহী আকবর বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক থেকে দুই দিনের মধ্যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারেক রহমান দেশে ফিরবেন।
তিনি জানান, রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সরকারিভাবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার প্রত্যাশা রয়েছে।
ফজলে এলাহী আরও জানান, চলতি মাসে ওমরাহ পালনের কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে সেটি আপাতত স্থগিত করা হয়েছে। নির্বাচন শেষে সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে তারেক রহমানের।
এছাড়া সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অস্ত্রের লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এরআগে গত মাসের শেষের দিকে ফজলে এলাহি বলেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরের ২০ তারিখের আগে বা পরে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। ওমরাহ পালন শেষে তিনি দেশে ফিরবেন।
এছাড়া গত ২৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা করছি।
গত ৩১ অক্টোবর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে ‘নিরাপত্তা’ নিশ্চিত করার দাবি জানায় দলটির যুক্তরাষ্ট্র শাখা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। তারেক রহমান ‘ওমরাহ পালন শেষে শিগগিরই বাংলাদেশে ফিরবেন’ বলে জানান তিনি। গিয়াস অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সরকার এখনো তার নিরাপত্তা বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, বরং কিছু সংস্থা তাকে নিরুৎসাহিত করছে।




প্রতিদিন ডেস্ক



