বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন

স্থগিত এইচএসসি ২০২৪ পরীক্ষার রুটিন প্রকাশ

  • প্রকাশের সময় : ১৭/০৮/২০২৪ ০৩:৫১:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
36

কোটা সংস্কার ও সরকারবিরোধী আন্দোলন ঘিরে উত্তাল পরিস্থিতি বিবেচনা করে স্থগিত করা হয়ে ছিল এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো। এবার এ পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।


গত বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।




প্রকাশিত নতুন সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা এ সময়সূচি অনুযায়ী চলবে।


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি