বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে যা জানা গেল

  • প্রকাশের সময় : ২৭/১০/২০২৪ ১১:৩৮:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
45

আগামী বছর ঈদুল ফিতরের ছুটির পর এসএসসি ও ঈদুল আজহার পর এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার প্রাথমিক প্রস্তুতি নেয়া হচ্ছে। এরমধ্যে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও ২০২৩ সালে প্রণীত পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেয়া হতে পারে।


বড় কোনো অঘটন না ঘটলে এই দুই সময়ে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে চায় সরকার। তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।


রোববার (২৭ অক্টোবর) তিনি জানান, এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়, একেবারে প্রাথমিক সিদ্ধান্ত। আগামী বছর রমজান শেষে ৩১ মার্চ অথবা ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর হতে পারে। তাই রোজা ও ঈদের ছুটির পর ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে। সেভাবে প্রস্তুতি চলছে।


অন্যদিকে ঈদুল আজহার ছুটির পর এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা হতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জুনের শেষদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি