জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্ক সফর করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরের অংশ হিসেবে তিনি একাধিক রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার স্থানীয় সময় সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অধ্যাপক ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। এ সময় দুই নেতা বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেন। বৈঠকের ছবি প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
একই দিনে কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানির সঙ্গেও অধ্যাপক ইউনূসের বৈঠক হয়। এর আগে সকালে তিনি ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেন।
এছাড়া নিউইয়র্কের একটি হোটেলে ক্লাব দে মাদ্রিদের প্রেসিডেন্ট ও স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট দানিলো তুর্কের সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূস। বৈঠকে তাঁকে সংগঠনটির সদস্য হওয়ার আমন্ত্রণ জানানো হয়।
এর আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও নিউইয়র্কে অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একাধিক বৈঠকে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাঁর কূটনৈতিক যোগাযোগ জোরদার করছেন।