শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কে কোন প্রতিক পেলেন

  • প্রকাশের সময় : ০২/০৫/২০২৪ ০৮:৩৬:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
45

সিলেট জেলার কোম্পানীগঞ্জ  উপজেলা পরিষদ নির্বাচনে  প্রাথীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২মে) সকালে সিলেট জেলা রিটার্নিংকর্মকর্তার সভা কক্ষে কোম্পানীগঞ্জ  উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী উপজেলা চেয়ারম্যান,  ভাইস চেয়ারম্যান (পুরুষ)ও মহিলা ভাইস চেয়ারম্যানগণদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


এদিন সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো.মোবারক হোসেন ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিৎ কুমার চন্দ্র প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।


এ সময় কোম্পানীগঞ্জ  উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়াও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান হাজী শামীম আহমদ শামীম  (মোটর সাইকেল) প্রতীক, মো.মজির উদ্দিন (আনারস) প্রতিক, ও আবুল মুনসুর মো.রশীদ আহমদ (ঘোড়া) প্রতীক।


ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পাঁচজন হলেন-বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মো.লাল মিয়া (চশমা),সাংবাদিক আবিদুর রহমান (উড়োজাহাজ)  এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল (টিউবওয়েল), মো.ইকবাল হোসেন (মাইক) ও ইকবাল হোসাইন মায়া  (তালা) প্রতীক।


মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন হলেন-বর্তমান ভাইস চেয়ারম্যান আয়শা বেগম (কলস), নাসরিন জাহান ফাতেমা (হাঁস),মনোয়ারা বেগম  (ফুটবল), ফাতিমা আক্তার পদ্মফুল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন।


প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী আচরণবিধি বিষয়ে প্রার্থীদের সাথে আলোচনা করেন রিটার্নিং কর্মকর্তা।


এবারের নির্বাচনে কোম্পানীগঞ্জ  উপজেলায় ১ লক্ষ ১৭ হাজার  ৭শত১৮জন ভোটার ৪০টি ভোট কেন্দ্রে আগামী ২১শে মে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার  প্রদান করবেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি