শনিবার, ০৪ মে ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

কানাইঘাটে জয়নাল মেম্বার হত্যা, গ্রেফতার-৩

  • প্রকাশের সময় : ২৩/০৪/২০২৪ ০৮:০৭:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
33

সোমবার সিলেটের কানাইঘাটে মসজিদের সীমানার জায়গা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আপন ভাই ও ভাতিজাদের হামলায় নিহত সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন হত্যাকাণ্ডের ঘটনায় কানাইঘাট থানায় ৭ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে (নং- ১৫, ২৩/৪/২০২৪)।


নিহতের ছেলে উপজেলার বড়চতুল ইউপির হারাতৈল মাঝবড়াই গ্রামের কামরুজ্জামান মুসা বাদী হয়ে মঙ্গলবার থানায় এ হত্যা মামলা দায়ের করেন। 


মামলার এফআইআর ভুক্ত আসামী নিহতের বড় ভাই সমছুল হক, ভাতিজা সুহেল আহমদ ও কামাল আহমদকে হত্যাকান্ডের পর সিলেট শহর সহ বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।


মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান স্থানীয় সাংবাদিকদের জানান, মামলার অপর আসামীদের গ্রেফতার করতে বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান অব্যাহত আছে।


ময়না তদন্তের পর মঙ্গলবার নিহত সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীনের লাশ তার নিজ বাড়ীতে নিয়ে আসার পর ছেলে-মেয়ে ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত সবাই তাদের শান্তনা দেন। বাদ আসর তার জানাজার নামাজ হারাতৈল মাঝবড়াই জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ গ্রামের পঞ্চায়েত কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে এলাকার সর্বস্তরের লোকজন শরীক হন, তারা এ নির্মম হত্যাকান্ডের সাথে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।


প্রসজ্ঞত যে, হারাতৈল মাঝবড়াই জামে মসজিদের জায়গার সীমানা নিয়ে বিরোধের জের ধরে আপন বড় ভাই সমছুল হক ও ভাতিজা আলমাছ, সুহেল, কামাল, রুহুল সহ আরো কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে গত সোমবার বিকেল ২টার দিকে মসজিদের সামনে রাস্তায় জয়নাল আবেদীনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে।


তাকে প্রাণে বাঁচাতে এগিয়ে আসলে আপন বড় ভাই ওমান প্রবাসী আব্দুল্লাহ (৫৭) ও অপর ভাই দুবাই প্রবাসী ছয়ফুল্লাহ (৬০) সহ আরো ২ জন আহত হন।


আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জয়নাল আবেদীনের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় তার অপর দুই ভাই আব্দুল্লাহ ও ছয়ফুল্লাহ সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি