শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে মাজারে প্রবেশের রাস্তা ও গেট ভাংচুর

  • প্রকাশের সময় : ২২/০৪/২০২৪ ০৬:১৮:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
46

সিলেটের বিশ্বনাথে হেকিম শাহ (র.) মাজারে প্রবেশের পাকা রাস্তা উপড়ে ফেলা ও গেট ভাংচুর করা হয়েছে।


রোববার দিবাগত গভীর রাতে পৌরসভার শাহজিরগাঁও গ্রামের অবস্থিত হেকিম শাহ (র.) মাজারের পাকা রাস্তা ও গেট ভাংচুর করে ষ্ট্রীলের তৈরী গেট নিয়ে যায় দুর্বৃত্তরা। 


খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্র এনে তিনটি জিএনজি চালিত অটোরিকশা আটক করে থানায় নিয়ে যায়। কিছুদিন পূর্বে হেকিম শাহ’র নাতী লন্ডন প্রবাসী মুক্তার আলী দেশে এসে এই গেট নির্মাণ ও মাজারের রাস্তা সিসি ঢালাই করে গেট নির্মাণ করেন।


আর রোববার দিবাগত গভীর রাতে মাজারে যাওয়ার এই রাস্তা উপড়ে ফেলে ও গেট ভাংচুর করা হয়েছে।  


জানতে চাইলে থানার ওসি রমা প্রসাদ চত্রবর্তি তিনটি অটোরিকশা আটকের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, এই মাজারের রাস্তা ও গেট নির্মাণ নিয়ে কয়েকমাস ধরে গ্রামের কিছু লোকজন ও হেকিম শাহ’র পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। সত্য বলতে গেলে এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন এঘটনাটি ঘটিয়েছে।


সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে ১৪৪ধারা জারিও করা হয়েছিল। তার পরও এঘটানর দায়ে আদালতে একটি প্রতিবেদন দেয়া হবে বলে তিনি জানান। 


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি