শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন

মৌলভীবাজারে ১৩ জুয়াড়ি আটক

  • প্রকাশের সময় : ১৯/০৪/২০২৪ ০৮:১৩:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
22

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সরঞ্জাম ও নগদ টাকা সহ ১৩ জুয়ারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 


বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর (মাইজপাড়া) এলাকার খলিল মিয়ার ফিশারি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২৬ হাজার ১শ ১০ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত জান্ডি-মুন্ডার গুটি ও বোর্ড জব্দ করা হয়।


আটককৃতরা হলেন, ফিশারির মালিক খলিলুর রহমান ওরফে খলিল মিয়া (৪১) শাহানুর মিয়া (৪৬), মোঃ আলী আহমদ (৬৪), মোঃ জায়ফর মিয়া (৫৫), মোঃ ছিকন খাঁ (২৩), জীবন মিয়া (২২), দিলাল মিয়া (৬৪), সাঈদ মিয়া (৩৫), ইউসুফ মিয়া (৩৮), আতাউর রহমান (৫০), মৌলদ মিয়া (২৮), মো: আকবর (৫৬) ও মোঃ আলী হোসেন (৩২)। 


অভিযানে নেতৃত্ব দেওয়া উপ-পরিদর্শক (এসআই) এ এইচ এম মাহমুদুর রহমান জানান, আটঘর গ্রামের খলিল মিয়ার ফিশারিতে পাহারা দেওয়ার জন্য নির্মিত ঘরে জান্ডি-মুন্ডার মাধ্যমে জুয়ার আসর চলতো। গোপন সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। 


নাম প্রকাশে অনেচ্ছুক এক জনপ্রতিনিধি জানান, রাজনৈতিক নাম ব্যবহার করে বরইউড়ি, আটঘর ও হোসেনপুর সহ আশপাশের গ্রামে জুয়া ও দাদন ব্যবসা দীর্ঘদিন যাবত চলে আসার কারনে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের শক্ত অবস্থান চান ওই জনপ্রতিনিধি। 


জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ সুপার মো: মনজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩ জুয়ারিকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। জুয়া আর দাদন ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছি।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি