শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৩৮ পূর্বাহ্ন

লন্ডনে বাংলাদেশ সেন্টারে স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ উদযাপন

  • প্রকাশের সময় : ১৫/০৪/২০২৪ ০৮:১৯:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
24

জমকালো আয়োজনে লন্ডনে বাংলাদেশ সেন্টার উদযাপন করেছে বাংলাদেশের জাতীয় স্বাধীনতা দিবস ও বাংলা নববর্ষ।


রোববার (১৪ এপ্রিল) বিকেল থেকে শুরু হওয়া অনুষ্টানটি রাত ১০টা পর্যন্ত দুটি পর্বে অনুষ্টিত হয়। জাতীয় সংগীত দিয়ে অনুষ্টানের শুরুতে ও স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া সকল শহিদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।


বাংলাদেশ সেন্টারের ভাইস-চেয়ারম্যান তফজ্জুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্টানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেমডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলর নাজমা রহমান।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এনফিল্ড কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর আমিরুল ইসলাম, কেমডেন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর নাছিম আলি বি ই।


অন্যান্যদের মাজে আরো বক্তব্য রাখেন, চ্যানেল এস ইউকের এর ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, সাবেক ভাইস চেয়ারম্যান ও ব্রিটিশ বালাদেশ চেম্বারের ডিরেক্টর শাহনুর খান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস, কাউন্সিলর মেহফুজ ফারুক, সেন্টারের ভাইস চেয়ারম্যান এনায়েত খান, গুলনেহার খান, মামুন রশিদ, আনোয়ার আলী, জাহিদুর রহমান ও আমিনুল হক জিলু, ময়নুল হক, সাদ চৌধুরী, সোহেল রহমান, এমদাদ তালুকদার এম বি ই, চিফ ট্রেজারার শিব্বির আহমেদ, আব্দুল হান্নান, শামীম আহমেদ, চেনেল এস এর হেড অফ প্রোগ্ৰাম ফারহান মাসুদ খান এবং সেন্টারের ফাউন্ডার মেম্বার মিসেস মামুন রহমান।


অনুষ্টানের দ্বিতীয় পর্বে ছিল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, সেন্টারের সাংস্কৃতিক উপ কমিটির আহ্বায়ক আবৃত্তিকার ফখরুল আম্বিয়ার পরিচালনায় অনুষ্টিত হয় কবিতা আবৃত্তি, নৃত্য ও গান, অনুষ্ঠান সমবেত কণ্ঠে এশো হে বৈশাখ এসো গান দিয়ে শুরু হয়, নৃত্য পরিবেশন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্য শিল্পী  মোহাম্মদ দীপ, কবিতা আবৃত্তি করেন সেন্টারের স্থায়ি সদস্য মিসবাহ জামাল, ফয়েজ নুর, হাফছা ইসলাম ও ফখরুল আম্ভিয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন, বীথি চৌধুরী লাকি, পথিক চৌধুরী, রানা ও জিতু চৌধুরী, অনুষ্ঠানে বাংলাদেশ সেন্টারের সদস্য ও কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবগ উপস্থিত ছিলেন, মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


 রাত নয়টার পরে অনুষ্টিত হয় বাঙলা খাবারের আয়োজনে রাতে খাবার।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি