শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

রমজানুল করিম

  • প্রকাশের সময় : ০২/০৪/২০২২ ০৭:০৬:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

আয়েশা মুন্নি:

নীল আকাশের পশ্চিম কোণে হাসি ফুটিয়ে চাঁদ

বাঁকা যেমন আপন করে আমাদের রমজানের রাত,

তারাবি নামাজের নিশান হলো শুরু সিয়ামের আর্শীবাদ

যত বাঁধার সময় নহে কভু প্রভুর স্বানে চেয়ে নাজ্বাত।

বছর পেরিয়ে খুশির বার্তা আবারও মাহে রমজান

মুমিনগণ ভাবে এলো যে নতুন সুযোগের মাস পবিত্র দান

রহমতের খোস খবর নিয়ে তাই চাহিবো নাজাতের মান

মাগফিরাত কামনা করবো প্রভু তোমার কৃপায় যেন কৃপাণ।

সাহারির তৃপ্ত বহে হৃদয় জুরে মেহেরবানের খাবার

মাস পেলাম রমজানুল করিম, বেঁচে থাকি যদি আবার

সরল মনে করবো মোরা মাবূদ ইবাদত তোমার

পরকালের বিপদ বাঁচাও খোদা দোয়া কবুল করে আমার।

আল্লাহ তাআলার শ্রেষ্ঠ দান রমজানের আহ্বান

এ মাসের অবদান আমাদের জন্য আল কোরান,

সংযমী মোরা হবো তবে কামনায় অশেষ তুমি রহমান

শবেকদর রাত্রি যে সকল রাতের উত্তম ইবাদত হে মহান।

বর্জন করি অশুদ্ধ পথ খুঁজে বেড়াই সহজ বিধান

চলবো মোরা সত্যের পথে শুভ কামনায় জবান

মাফ করে দাও প্রভু তুমি আমাদের সকলের শান

রমজানুল করিমের উছিলায় পাপের অনুতপ্ত করো পরিত্রাণ।


সিলেট প্রতিদিন / এম আর এম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি