শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৩৪ অপরাহ্ন

নবীগঞ্জ সোসাইটি অব মিশিগান এর উপদেষ্টা কমিটির দায়িত্ব গ্রহন

  • প্রকাশের সময় : ১৮/১১/২০২১ ১১:২৮:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

নবীগঞ্জ সোসাইটি অব মিশিগান এর উপদেষ্টা কমিটির দায়িত্ব গ্রহন মিশিগানে বসবাসরত নবীগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে প্রায় ২ বছর আগে গঠন করা হয় নবীগঞ্জ সোসাইটি অব মিশিগান। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য ১৬ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হলেও করোনা পরিস্থিতির জন্য পুর্নাঙ্গ কমিটি গঠন করা যায়নি।

গত রবিবার হ্যামট্রামেক সিটির কনান্ট রোডের( বাংলাদেশ এভিনিউ) আলম কমপ্লেক্সের দোতলায় সংগঠনের প্রধান আহবায়ক আনোয়ারুর রহমান এর সভাপতিত্বে এবং আহবায়ক কমিটির সদস্য আবু তোহা'র পরিচালনায় এক সাধারণ সভা ও উপদেষ্টা পরিষদের দায়িত্ব প্রদান অনুষ্টান অনুষ্টিত হয়।

অনুষ্টানে আহবায়ক কমিটি থাকাকালীন সংগঠনের গঠনতন্ন্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং করোনাকালীন সময়ে নবীগঞ্জ উপজেলা সদর হাসপাতালে কয়েক লাখ টাকা ব্যয়ে হাসপাতালের রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার,রোগীদের জন্য বেড ও কম্বল বিতরনের জন্য আর্থিক সহযোগিতাকারী সহ উপজেলা সদর হাসপাতালে অনুষ্টানটি সম্পন্ন করার জন্য নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হাসপাতালের ইনচার্জ ডাক্তার আব্দুস সামাদ সহ সকল অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংগঠনের প্রধান আহবায়ক নতুন উপদেষ্টা পরিষদের নাম ঘোষনার পূর্বে জানান,গোপন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের নির্বাচন করা হয়।প্রধান উপদেষ্টা হলেন ইকবাল কবির চৌধুরী এবং অন্যান্য উপদেষ্টা হলেন দেওয়ান আকমল চৌধুরী, কবির চৌধুরী, আলাউর রহমান,ডাক্তার ওহিদুর রহমান চৌধুরী, মিলাদ চৌধুরী ও ওয়ারিশ মিয়া।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৩ মাসের মধ্যে উপদেষ্টা পরিষদ সমযোতার মাধ্যমে অথবা ভোটাধিকারের মাধ্যমে কার্যকরী কমিটি গঠন সম্পন্ন করবেন।সাধারন সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাক্তার ওহিদুর রহমান চৌধুরী, ওয়ারিশ মিয়া, হারুনুর রশীদ,মোশারফ হোসেন,আশিক রহমান,আব্দুল হাই,আবুল আবরার,মাসুদ আহমেদ,জয়নাল চৌধুরী, মোবাশ্বির আহমেদ,মোহাম্মদ ইসলামসহ অনেকেই।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি