শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

মিশিগানে কাউন্সিলর প্রার্থী আবু আহমেদ মুসার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ১৯/১০/২০২১ ০১:৪৪:১২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
5

আশিক রহমান,মিশিগান(যুক্তরাষ্ট্র) : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে হ্যামট্রামেক সিটির নির্বাচন। সিটি নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। এতে অঞ্চলটিতে বইতে শুরু করেছে নির্বাচনি আমেজও। এই নির্বাচনে কাউন্সিলর পদে লড়াই করবেন সাবেক কাউন্সিলর আবু আহমেদ মুসা। এর আগে তিনি ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কাউন্সিলরের দায়িত্ব পালন করেছিলেন। সিটি নির্বাচনের জন্য তাঁর নির্বাচনী ইশতেহার, বাংলাদেশী আমেরিকানসহ অন্যান্য কমিউনিটির কাছে ভোট ও দোয়া চেয়েছেন সিটি কাউন্সিলের প্রার্থী আবু আহমেদ মুসা।

বোববার (১৭অক্টোবর) স্থানীয় সময় রাত ৮ টায় শহরের কাবাব হাউজে ডেট্রয়েট-হ্যামট্রামেক বাংলাদেশী ভোটার অর্গানাইজেশনের উদ্যোগে কাউন্সিলর প্রার্থী আবু আহমেদ মুসার পক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে বিগত সময়ে ২ বার কাউন্সিলর থাকা অবস্থায় শহরের জনগণের জন্য তার অবদান এবং উন্নয়ন,শহরের বিভিন্ন সমস্যা এবং এর সমাধানে সিটির আর্থিক সীমাবদ্ধতা এবং আসন্ন সিটি নির্বাচনে জয়লাভ করলে নগরীর উন্নয়নের জন্য পূর্ব পরিকল্পনার কথা জানান  আবু আহমেদ মুসা।

তিনি বলেন, বিগত সময়ে আমি কাউন্সিলর থাকা অবস্থায় শহরের অবস্থা খুবই নাজুক ছিল। তৎকালীন সময়ে সিটি পরিচালনা করার আর্থিক টানাপোড়ান থাকায় শহরের চাকুরীজীবিদের পেনশনের টাকাগুলো দিতে হিমশিম খেতে হয়েছিল।সেই কঠিন সময় থেকে বের হয়ে আসতে সিটির বর্তমান কাউন্সিলর কামরুল হাসান এবং সাবেক কাউন্সিলর এনাম মিয়ার সার্বিক সহযোগিতার কথা দৃঢ়ভাবে উল্লেখ করেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শহরের ভয়াবহ জলাবব্ধতা,জননিরাপত্তার ক্ষেত্রে বিশেষ করে দিনে-দুপুরে ছিনতাই ও খুন,শহরের সদ্য সংযোজিত মিটারের মাধ্যমে পার্কিং টিকেট, রাস্তা-ঘাট সহ বিভিন্ন জন দূর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নির্বাচিত হলে শহরের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাসহ আপনাদের উল্লেখিত বিষয়গুলো স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নিব। 

তিনি আরো বলেন,আমি কিন্তু আপনাদের ছেড়ে যাইনি, আপনাদের সাথে আছি এবং থাকবো। আপনারা যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে শহরের সব কমিউনিটির কর্মব্যস্ত মানুষের সুবিধার্থে সিটির প্রশাসনের সেবা পেতে শহরের কনান্ট ( বাংলাদেশ এভিনিউ) এবং জোসেক্যাম্পো রোডে দুটি পাবলিক সার্ভিস অফিস খোলা হবে এবং শহরের জননিরাপত্তার ক্ষেত্রে যাহাতে আরো অধিক সংখ্যক পুলিশ সদস্য বাড়ানো যায় সেইসব দিকে পদক্ষেপ নিবেন।

কাউন্সিলর প্রার্থী আবু আহমেদ মুসাকে সার্বিক বিষয়ে সহযোগিতা করেন তাঁর ক্যাম্পেইন ম্যানেজার শাকের উদ্দিন সাদেক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেট্রয়েট-হ্যামট্রামেক বাংলাদেশী ভোটার অর্গানাইজেশনের সভাপতি মাহতাবুর রহমান,মো.জিলাল উদ্দিন,আব্দুল মতিন,শামসুল উদ্দিন,আসলাম উদ্দিন,আব্দুস সবুর লাল মিয়া এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য-আবু আহমদ মুসা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সন্তান।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি