রবিবার, ১৯ মে ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

ছাতকে ১৬ জনের মনোনয়নপত্র বৈধ

  • প্রকাশের সময় : ০৫/০৫/২০২৪ ০৭:২৮:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
19

ছাতক উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে। রোববার (৫ মে) ছিলো মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ। বাছাই পর্বে বিকেল পর্যন্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দাখিলকৃত ১৭টি মনোনয়নের মধ্যে ১৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। 


ছাতক উপজেলা পরিষদের নির্বাচনে ১৭ জন প্রার্থী অনলাইন মাধ্যমে মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (পুরুষ) ৯ জন ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (মহিলা) ১ জন  রয়েছেন। 


চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার মনোনয়ন পত্র ঋণ খেলাপির কারণে প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন। 


ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মো. ফজলুর রহমান, আবু সাদাত লাহিন মিয়া, রফিকুল ইসলাম, আওলাদ আলী রেজা, মো. মাহমুদ আলী ও আমজাদ আলী।


ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আব্দুল জব্বার খোকন,মোঃ আফজাল হোসেন,আতাউল হক, মোঃ ইজাজুল হক রনি, আব্দুস দামাদ, শহিদুজ্জামান শিপলু,আব্দুল্লাহ আল মামুন, মোঃ নজরুল ইসলাম ও রাকিব আহমদ । 


এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র দাখিল করেন একমাত্র প্রার্থী লিপি বেগম। তার দাখিলকৃত মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কাজেই নির্ধারিত তারিখ মতে মনোনয়ন পত্র প্রত্যাহার না করলে তাকে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষণা করা হবে। 


ছাতক উপজেলা পরিষদ নির্বাচনের মানোনয়ন পত্র প্রত্যাহারের শেষ  তারিখ ১২ মে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিক বরাদ্ধ দেয়া হবে ১৩ মে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি