রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন

জুড়ীতে উদ্বুদ্ধকরণ কর্মশালা

  • প্রকাশের সময় : ০৫/০৫/২০২৪ ০৫:২১:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
34

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা পরিবার পরিকল্পানা কার্যালয়ের বাস্তবায়নে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিবাহ, কৈশোরে গর্ভধারণ, কিশোর কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ স্বাস্থ্য, নবজাতকের যত্ন ও জেন্ডার বিষয়ে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি, যুবসংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


রোববার আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপনা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গবেষনা কর্মকর্তা কনক রেজা।


জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার সুবিমল চন্দ এর পরিচালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক ডা: বিশ্বজিত ভৌমিক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক মিয়া, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ চৌধুরী খুশি, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, জুড়ী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিতাংমু শেখর দাস, কৃষকলীগ নেতা বিধান দাশ বাদল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি