শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন

মাধবপুরে বাইসাইকেল চুরির অভিযোগে দুই নৈশপ্রহরী গ্রেফতার

  • প্রকাশের সময় : ০৩/০৫/২০২৪ ১১:৫১:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
23

হবিগঞ্জের মাধবপুরে তালা ভেঙে বাইসাইকেল চুরির অপরাধে সরকারি স্কুলের দু’জন নৈশ প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২ মে) দুপুরে মাধবপুর থানার এস আই সাইদুর রহমান এ দুজনকে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে বাইসাইকেলটি উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, আন্দিউড়া ইউপির মীরনগর গ্রামের খুরশেদ আলীর ছেলে ও মীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী জহিরুল ইসলাম (৩৯), অপরজন মাধবপুর পৌরসভার কৃষ্ণনগর গ্রামের আলী হোসেনের ছেলে ও কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মোশাহিদ ভূঁইয়া (২৭)।


জানা যায়, গত ৩০ এপ্রিল সকাল ৯টার সময় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র যুবায়ের রহমান জিন্নাহ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সামনে গ্রীলের সাথে বাইসাইকেলটি তালা দিয়ে স্কুলে যায়। এরপর টিফিনের সময় স্কুল থেকে বের হয়ে বাইসাইকেলটি সেখানে পায়নি। পরবর্তীতে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখা যায়, ১১টা ৫৭ মিনিটে সাইকেলের তালা ভেঙ্গে বাইসাইকেলটি চুরি করে নিয়ে যায়।


এ ব্যাপারে স্কুল ছাত্র জুবায়ের রহমান জিন্নাহর মা রোহেনা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।


এ বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম খান বলেন, আসামিদের কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি