মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

পেনশন স্কিমের টাকা সরকার লভ্যাংশসহ ফিরিয়ে দেবে : বিভাগীয় কমিশনার

  • প্রকাশের সময় : ১৭/০৪/২০২৪ ০৬:৩৪:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
23

সর্বজনীন পেনশন স্কিমে যে টাকা জমা রাখা হচ্ছে সেটা আমানত। সরকার লভ্যাংশসহ উপকারভোগীকে তা ফিরিয়ে দেবে।নাগরিকদের জন্য বৃদ্ধ বয়সে এটা আর্থিক নিশ্চয়তা। বুধবার (১৭ এপ্রিল) সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মুখ প্রান্তে জেলা প্রশাসন আয়োজিত সর্বজনীন পেনশন স্কিম ডে উদযাপন উপলক্ষ্যে অবহিতকরণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি একথা বলেন।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ একটি একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের সামর্থ্য বেড়েছে। বাংলাদেশকে উন্নত-কল্যাণ রাষ্ট্রগুলোর মত পরিণত করতে সকল নাগরিকের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। সরকারের সামাজিক সুরক্ষা বেষ্টনী কর্মসূচির সর্বশেষ সংযোজন হচ্ছে এ সর্বজনীন পেনশন স্কিম। 


যারা দেশকে পিছিয়ে দিতে চায় তাদের অপপ্রচার সম্পর্কে সচেতন থেকে সবারই উচিৎ এতে অংশগ্রহণ করা ও এ সম্পর্কে প্রচার চালানো। কারণ প্রধানমন্ত্রী মানুষেকে ভালোবাসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত মানুষের মুক্তির জন্য ভাবেন বলেই উন্নত সুযোগ-সুবিধার ব্যবস্থা করছেন। 


জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ। 


জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সর্বজনীন পেনশনের সুবিধা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রমের মধ্যে সর্বজনীন পেনশন কার্যক্রমটি একটি যুগান্তকারী উদ্যোগ। সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। দশ বছর নিরবচ্ছিন্ন চাঁদা প্রদান করলে আজীবন পেনশন সুবিধা পাবেন। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এ চার ক্যাটাগরির যেকোনটিতে অংশগ্রহণে আহ্বান জানান তিনি। তিনি জানান জেলা প্রশাসন সিলেটে প্রতি বুধবার সর্বজনীন পেনশন স্কিম ডে উদযাপন করবে। 


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি