মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে বৈশাখী উৎসবে পান্তা ইলিশ খেলেন প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : ১৪/০৪/২০২৪ ০৭:৪৯:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
29

সিলেটের বিশ্বনাথে বৈশাখী উৎসবে সবার সাথে পান্তা ইলিশ খাওয়ার অনুষ্ঠানে অংশ নিলেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি। মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজকদের সাথে তিনি পান্তা ইলিশ খাওয়ায় অংশ নেন। এতে আয়োজন কমিটির সবার মধ্যে আলাদা একটি আনন্দ লক্ষ করা যায়। 


রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে এই বৈশাখী উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পরিষদ। 


উৎসবটি পরিচালনা করে বিশ্বনাথ থিয়েটার নামের একটি সাংস্কৃতিক সংগঠন। আর এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন প্রতিমন্ত্রী আলহাজ্ব শাফকুর রহমান চৌধুরী এমপি। সেখানে তিনি উপস্থিত হয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে আয়োজকদের সাথে ওই পান্তা ইলিশ খাওয়ায় অংশ নেন। আর এতে উৎসব জুড়ে আয়াজকদের মধ্যে বাড়তি একটি আনন্দ বয়ে আসে।




দিনব্যাপী এই বৈশাখী উৎসবে পান্তা ইলিশ ছাড়াও মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল গান’সহ বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।


নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক অধ্যক্ষ নেহারুন নেছার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মকদ্দুছ আলী এবং নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব নবীন সুহেলের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী বর্মকর্তা শাহিনা আক্তার।


এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি