শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন

ফুটপাত দখলমুক্ত করতে সিসিকের অভিযান অব্যাহত

  • প্রকাশের সময় : ২৭/০৩/২০২৪ ০৭:৫৪:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
26

নগরীর ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। তারই ধারাবাহিকতায় বুধবার (২৭ মার্চ) রাজস্ব কর্মকর্তা ও নির্বহী ম্যজিস্ট্রেট মতিউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা নেতৃত্বে নগরীর নয়াসড়ক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


ফুটপাতে অবৈধ ভাবে পার্কিং এবং মালামাল রেখে দখল করায় নগদ অর্থদণ্ড প্রদান এবং উচ্ছেদ করা হয়। 


উল্লেখ্য, গত ১০ মার্চ নগরীর ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসন কাজের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপর থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের পুনর্বাসন ও নগরীর ফুটপাত দখলমুক্ত এবং যানজট নিরসনে করতে নিয়মিত অভিযান চালিয়ে আসছে সিসিক কতৃর্পক্ষ।


সিলেট প্রতিদিন / এসএল/এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি