শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন

পায়ুপথে পেটে ঢুকলো কুঁচিয়া, অস্ত্রোপচারে জীবন্ত উদ্ধার

  • প্রকাশের সময় : ২৭/০৩/২০২৪ ০১:৫৫:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
29

হাওরে মাছ ধরতে গিয়ে সম্রা মুন্ডা (৫৫) নামে এক জেলের পায়ুপথ দিয়ে পেটে প্রবেশ করে ২৫ ইঞ্চি কুঁচিয়া মাছ। পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে অস্ত্রোপচার করে পেট থেকে বের করা হয়েছে জীবন্ত কুঁচিয়াটি।


গত ২৪ মার্চ সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে সম্ররামুন্ডার (৫৫) অপারেশন সম্পন্ন হয়েছে। এ ঘটনা জানা জানি হওয়া সিলেটজুড়ে তোলপার সৃষ্টি হয়েছে।


অস্ত্রোপচার করে জ্যান্ত কুঁচিয়া বের করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেলের উপ-পরিচালক ডা.সৌমিত্র চক্রবর্তী।


জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-২ প্রধান অধ্যাপক ডা. কাজী জানে আলমের নেতৃত্বে অস্ত্রোপচারে অংশ নেন সার্জারি ইউনিট-২ এর সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম ও ডা. তৌফিক আজিজ শাকুর। তারা সফলভাবে অস্ত্রোপচার করে জ্যান্ত ২৫ইঞ্চি লম্বা কুঁচিয়াটি পেট থেকে বের করেন।


সম্রা মুন্ডা জহনের পুত্র তপন মুন্ডা অবুঝ (২৫) জানান, মিরতিঙ্গা চা বাগানে আমার বাবা প্রায় কুচিঁয়া মাছ শিকার করেন।গত শনিবার বিকালে স্থানীয় হাইল হাওর চিকরাইলে শিকার করতে গিয়ে একটি কুচিঁয়া মাছ তার পায়ুপথ দিয়ে পেটে প্রবেশ করে।রবিবারে আমার বাবাকে নিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তারা আমাদের সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।এখানে আসার পর ডাক্তাররা রোববার রাতে অপারেশন এর মাধ্যমে কুচিঁয়া মাছটি জ্যান্ত বের করে নিয়ে আসেন। বর্তমানে তিনি আগের চেয়ে সুস্থ আছেন।


এবিষয়ে ওসমানী মেডিকেল উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে অস্ত্রোপচার করে তার পেট থেকে জ্যান্ত ২৫ ইঞ্চি কুঁচিয়া মাছ (জেল ফিস) উদ্ধার করা হয়েছে। এটা একটা অপ্রত্যাশিত ও কঠিন অপারেশন ছিল যা আমাদের টিম ভালোভাবে সম্পন্ন করেছে। বর্তমানে সম্রা মুন্ডা ওসমানী মেডিকেলের ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি