শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

শাবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ২৬/০৩/২০২৪ ০২:৫৯:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
22

শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। 


মঙ্গলবার(২৬ মার্চ) দিবসের কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান প্রচার, জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ।


এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন সকাল ১০.১৫ মিনিটে যথাক্রমে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। 


এরপর উপাচার্য সকাল ১০.২৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এবং ১০.৪০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। 


এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ বিভিন্ন দপ্তরের  প্রধান, বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


উপাচার্যের পুষ্পস্তবক অর্পণের পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটি, ডিনবৃন্দ, বিভিন্ন আবাসিক হল, বিভাগ এবং সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


সিলেট প্রতিদিন / টিবি


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি