শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

ছাতক-সিলেট লাইনে দ্রুত রেল চলাচলের দাবিতে স্মারকলিপি

  • প্রকাশের সময় : ২২/০৯/২০২১ ১৮:০৮:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

ছাতক-সিলেট রেল যোগাযোগ পুন:স্থাপন ও আধুনিকরন এবং যাত্রী সেবার মান বৃদ্ধির দাবিতে রেলওয়ে পূর্বঞ্চলের সিওএসপি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন সিলেটস্থ ছাতক সোশ্যাল ফোরামের নেতৃবৃন্দ।

বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ‍্যায় নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। রেলওয়ের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিলেট স্টেশন ব‍্যবস্থাপক নুরুল ইসলাম ও স্টেশন মাষ্টার আবু নাসের মোহাম্মদ রাসেল।

স্মারকলিপিতে সোশ্যাল ফোরামের নেতৃবৃন্দ উল্লেখ করেন, বৃহত্তর সিলেটের শিল্পনগরী বলে খ‍্যাত ছাতক। বৃটিশ শাসনামল থেকে উপমহাদেশে ছাতকের ব‍্যবসা বাণিজ্যের রয়েছে  আলাদা এক সুনাম ও ঐতিহ্য। বৃটিশ শাসনামলে যখন কলকাতাকে বৃটিশ সাম্রাজ্যের দ্বিতীয় নগর বলা হতো বা তারও আগে থেকে ছাতকের পাথর, চুনা পাথর, কয়লা ও কমলা লেবুর ব‍্যবসা বাণিজ্যের সুখ‍্যাতি লাভ করে উপ মহাদেশের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্বময়। সেই থেকে ছাতকের ইতিহাস ঐতিহ্যের সাথে অতপ্রোত ভাবে জড়িয়ে আছে ছাতক রেলওয়ে স্টেশন। এক সময় সারা দেশের সাথে ছাতকের রেল যোগাযোগ ছিল স্বাভাবিক  ও উন্নত। যা এ অঞ্চলের সাধারণ মানুষের যাত্রী পরিবহন ও পণ‍্য পরিবহনের গুরুত্বপূর্ণ মাধ‍্যম হিসেবে ব‍্যবহৃত হয়ে আসছিল।

কিন্তু সম্প্রতি বেশ কিছু দিন থেকে করোনা সহ নানা অযুহাতে ছাতকের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় সাধারণ যাত্রী  ও পণ‍্য পরিবহনে অত্র অঞ্চলের জনগণের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই সুদীর্ঘকালের ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা  এবং ছাতক-সিলেট রেলের সোনালী অতীত ফিরিয়ে আনার লক্ষ্যে সুনামগঞ্জ জেলার একমাত্র রেলপথ ছাতক-সিলেট রেল যোগাযোগ পুন:স্থাপন ও আধুনিক বগি সংযোগ এবং যাত্রী সেবার মান উন্নয়নে কর্তৃপক্ষের মহতি উদ‍্যোগ ও সুদৃষ্টি কামনা করা হয়েছে। এসময় আলোচনাকালে রেলওয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে যতদ্রুত সম্ভব রেল যোগাযোগ স্বাভাবিক করার আশ্বাস প্রদান করা হয়।

এসময়  উপস্থিত ছিলেন ছাতক সোশ্যাল ফোরাম সিলেটের উপদেষ্টা এডভোকেট রেজাউল করিম তালুকদার, এডভোকেট শফিকুল ইসলাম, ফোরামের শুভাকাঙ্ক্ষী সমরেন্দ্র কর, ফোরামের সিনিয়র সহ সভাপতি আবু হুরায়রা ছুরত, সাধারণ সম্পাদক হাফিজ আহমদ, দোয়ারাবাজার সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ছায়াদ মিয়া, সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান জাভেদ, অর্থ সম্পাদক আলী আমজদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক  শাফি বদরুদ্দোজা, কার্যনির্বাহী সদস্য মাহমুদ হোসেন  আরিফ, সহ শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এলিট আচার্য‍্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক,  আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জায়েদ হাসান, দফতর সম্পাদক হুমায়ুন রশীদ শাহীন, সদস্য সোহাদ মিয়া প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি