শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

শান্তিগঞ্জ উপজেলায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশের সময় : ২২/০৯/২০২১ ১০:৫০:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
5

শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অর্থায়নে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ ও ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২১ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার(২২ সেপ্টেম্বর) শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা একডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। 

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  সকিনা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক রঞ্জন পুরকায়স্থ, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন পাগলা মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, শিক্ষার্থী ছায়মা ইসলাম শিপা।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, তথ্য সেবা কর্মকর্তা শাপলা আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, বিজ্ঞান শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

আলোচনার সভার পর বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিবৃন্দ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি