শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন

সিলেটে নৌকার পক্ষে জনস্রোত বাড়ছে

  • প্রকাশের সময় : ০৪/০৬/২০২৩ ০৬:৪৭:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোটগ্রহণের দিন যতোই ঘনিয়ে আসছে আনোয়ারুজ্জামান চৌধুরী তথা নৌকা প্রতিকের পক্ষে গণজোয়ার যেনো বেড়েই চলছে। নৌকার সমর্থনে প্রত্যেকটি সভায় এমন চিত্র চোখে ভাসছে। যেদিকেই আনোয়ারুজ্জামান চৌধুরী যাচ্ছেন কর্মী সমর্থকদের উচ্ছাস যেনো বেড়েই চলছে।

এমনই একটি চিত্রের স্বাক্ষী হলো আজ রোববার (৪ জুন) সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকাবাসী। এদিন বিকেলে আনোয়ারুজ্জামান চৌধুরী একটি প্রোগ্রাম শেষ করে অন্য আরেকটি প্রোগ্রামে যাওয়ার উদ্দ্যেশ্যে বন্দরবাজারের দিকে আসছিলেন। বন্দরবাজার আসামাত্রই তাকে দেখেই সাধারণ জনতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করে।

এসময় তিনি গাড়ি থেকে নেমে এসে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। আনোয়ারুজ্জামান চৌধুরীকে কাছে পেয়ে সাধারণ মানুষ তাকে সাথে নিয়ে মিছিল শুরু করে। একসময় এই মিছিল প্রায় গণমিছিলে রূপ পায়। 'নৌকা' 'নৌকা' 'আনোয়ারুজ্জামান ভাই "আনোয়ারুজ্জামান ভাই' শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো বন্দর বাজার এলাকা।

উল্লেখ্য, রোববার আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট মহানগরীর ইসকন মন্দির, শিববাড়ি, জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে মতবিনিময় ও বিকেলে মেজব টিলায় তার নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।

এসব সভায় আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, শুধু উন্নয়ন হলেই হবে না, পরিকল্পিত এবং টেকশই উন্নয়নের প্রয়োজন। যা সিলেটে হচ্ছে না। স্থায়ী বা দৃশ্যমান কোনো উন্নয়ন সিলেটে চোখে পড়ে না। সিলেকে একটি আধুনিক ও স্মার্ট মহানগরী হিসেবে গড়ে তুলতে হলে সঠিক নিয়মে সুপরিকল্পিত ভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, সিলেটের প্রতি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তাই এখানে নৌকা প্রতীক দিয়ে আমাকে অনেক বড় দায়িত্ব দেয়া হয়েছে। তাছাড়া সিলেটের সন্তান হিসেবে এখানে আমারও অনেক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ২১ জুন সিলেট সিটির সম্মানিত ভোটারবৃন্দকে নৌকা প্রতীকে ভোট প্রদানসহ ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি