শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

ছাতকে স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশের সময় : ২৬/০৩/২০২৩ ০৮:২৪:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

ছাতকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে ২৬  মার্চ মহান স্বাধীনতা দিবস। 

দিবসের প্রথম প্রহরে শহরের অদুরে মাধবপুর এলাকায় ‌‘শিখা সতের’ স্মৃতি সৌধে একুশ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়।

পরে ‘শিখা সতের’ স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

যথাক্রমে স্মৃতি সৌধে উপজেলা পরিষদ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ছাতক থানা, প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

সকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, খেলা-ধুলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় মাঠে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইসলাম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন তোতা মিয়া, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ প্রমুখ।

বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি