শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে বিনামূল্যে খাবার পাবে শাবিপ্রবি শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : ২৫/০৩/২০২৩ ০৭:৪১:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে নানান কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে বিনামূল্যে উচ্চমানের খাবার প্রদান করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আবাসিক হল গুলোতে বিনামূল্যে উচ্চমানের খাবারের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষাভবন, প্রশাসনিক ভবন, আবাসিক হল, প্রধান প্রবেশপথ ও এককিলো সড়কে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাবিহা সায়মন পুস্প বলেন, স্বাধীনতা দিবসে হলে খাবার দিবেন। এছাড়া অন্যসব জাতীয় দিবস গুলোতেও খাবারের আয়োজন থাকে। এমন উদ্যোগ প্রশংসনীয়।

আয়োজক কমিটি জানান, স্বাধীনতা দিবসে অন্যান্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দেশাত্মবোধক গান ও বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, সকাল ১০টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, ১০টা ২৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ১০টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে।


সিলেট প্রতিদিন / এএস


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি