শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৮ পূর্বাহ্ন

রাবিতে শুরু হচ্ছে ‌‘মোবাইল লিজেন্ড গেইম বাং বাং’

  • প্রকাশের সময় : ০৪/১২/২০২২ ১২:২৪:৩৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হতে যাচ্ছে মোবাইল লিজেন্ড গেইম বাং বাং। আজ রোববার(৪ডিসেম্বর) থেকে শুরু হবে এই টুর্ণামেন্ট। এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়। প্রথম রাউন্ড ২৫ ডিসেম্বর পর্যন্ত হবে। পরে ২য় রাউন্ড ২৬ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি পর্যন্ত হবে ।

মোবাইল লিজেন্ড বাং বাং ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ ২.০-এ পুরষ্কার হিসাবে থাকছে ১০০০ ইউএসডি ডলার পাশাপাশি গেমের ৩ লক্ষ ৮০ হাজার ডামন্টস।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চারটি দল অংশগ্রহণ করবে।তারা হচ্ছেন টুকিটাকি টাইটানস,স্ফুলিঙ্গ,নবাব গ্ল্যাডিয়েটরস ও জোহাস সোলজারস।তাদের মধ্যে একটি দল মূল পর্বে খেলবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মির্জা মেহেদি দুর্জয় জানান, বর্তমানে মোবাইল লিজেন্ড বাং বাং জনপ্রিয় গেইম।বর্তমানে গেইমটি বাংলাদেশের বিভিন্ন ই-স্পোর্টস ইভেন্ট আয়োজন করে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশের একটি দল বিশ্ব মঞ্চে নিজেদের সেরা দিয়ে খেলে এসেছে।

তিনি আরোও জানান, দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি বৃহৎ টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে যার নাম আই ইউ সি ২.০। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটি দল অংশগ্রহণ করবে।

রাবিসহ অন্য ১৫ টি বিশ্ববিদ্যালয়ে নিজেদের দল গুলো নিয়ে প্রথমে আলাদা আলাদা টুর্নামেন্ট আয়োজন করা হবে। পরবর্তীতে বিজয়ী দলগুলো মূল পর্বে খেলবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি