শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

লাখাইয়ে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

  • প্রকাশের সময় : ২৯/১১/২০২২ ০৮:২৫:১৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

হবিগঞ্জের লাখাইয়ে উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মধ্যেমে উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার এবং প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ বিতরন করা হয়েছে।

মঙ্গলবার দুপরে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ ৩ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মো.আবু জাহির এমপি।

লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.শরীফ উদ্দীনের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্যের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন কৃষক রমিজ উদ্দিন,গীতা পাঠ করেন মোহন দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।

স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শাকিল খন্দকার।এছাড়া বক্তব্য দেন বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ,থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম।

বিতরণকালে উপজেলার ৬টি ইউনিয়নের ৩ হাজার ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরন তুলে দেওয়া হয় এবং উপজেলা পরিষদের অর্থায়নে সরিষা বীজ প্রদান করা হয়।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি