শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ৯৯ মেট্রিকটন আমন ধান ও ৩৫১ মেট্রিকটন চাল কিনবে সরকার

  • প্রকাশের সময় : ২৮/১১/২০২২ ০১:৫৮:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

শান্তিগঞ্জে সরকারিভাবে আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহের লক্ষে উপজেলা অভ্যন্তরীণ সংগ্রহ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, খাদ্য পরিদর্শক অসীম কুমার তালুকদার, ওসিএলএসডি বিউটন চক্রবর্তী ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।

সভায় জানানো হয় এ বছর শান্তিগঞ্জে ২৮ টাকা কেজি দরে ৯৯ মেট্রিকটন আমন ধান এবং ৪২ টাকা কেজি দরে ৩৫১ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহের করবে সরকার। পাশাপাশি উন্মুক্ত পদ্ধতিতে জনপ্রতি ৩ মেটিকটন করে ধান সংগ্রহ করা হবে৷ আগামী ফেব্রুয়ারির মধ্যে এ ধান-চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি