শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগকে যে নির্দেশনা দিলেন নানক

  • প্রকাশের সময় : ০৭/১১/২০২২ ১০:১৬:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
16

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আগামী ডিসেম্বরের ভেতরে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সকল ইউনিটের কমিটি গঠন করার নির্দেশনা দেন। এসময় তিনি জানুয়ারীর প্রথম সপ্তাহে সকল ইউনিট কমিটি করে রিপোর্ট করাও নির্দেশনা দেন। 

তিনি সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে ছাত্রলীগের দৃই ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয়কে ডেকে নিয়ে এ নির্দেশনা দেন।

এর তিনি জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তার বক্তব্যে সকল সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি করারর নির্দেশনা দেন। ডিসেম্বরের ভেতরে যদি সহযোগী সংগঠনের জেলা দায়িত্বশীলরা কমিটি গঠন করতে না পারেন তাহলে আমরা ধরে নেব আপনারা ব্যর্থ নেতৃত্ব।

তিনি বলেন,তৃণমুল হলো আওয়ামীলীগের প্রাণশক্তি, তাই তৃণমুলকে শক্তিশালী না করলে দল শক্তিশালী হবে না।

জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি কোনদিন গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের নেতা জিয়াউর রহমান পচাত্তরের এই দিনে (৭ নভেম্বর) সেনা সদস্যদের হত্যা করে ক্ষমতা দখল করেছিলো। খালেদা জিয়া ভুয়া ভোটার তৈরি করে ক্ষমতায় আসতে চেয়েছিলো। অন্যদিকে শেখ হাসিনা মানুষের গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রাম করে জণগণের ভোটে ক্ষমতায় এসেছেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কষ্ট বুঝেন। সেজন্য সিলেটের গত বন্যায় তিনি ছটে এসেছিলেন। তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন, যাতে মানুষের ঘরে ঘরে খাদ্য পৌছে দেয়ার জন্য। আমাদের দলের নেতা কর্মীরা সে নির্দেশ মতে মানুষের ঘরে ঘরে খাদ্য পৌছে দিয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাদিকুর রহমান, গীতা পাঠ করেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট খোকন কুমার দত্ত। শোক প্রস্তাব পাঠ করেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন।

উপজেলা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিরন মিয়া, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু।

ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখেন মাস্টার আব্দুল জলিল, সাধারণ সম্পাদক, নিজপাট ইউনিয়ন, মোহাম্মদ লোকমান, সাধারণ সম্পাদক তোয়াকুল ইউনিয়ন আওয়ামী লীগ, ফখরুল ইসলাম চৌধুরী, সভাপতি, শেওলা ইউনিয়ন আওয়ামী লীগ, ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগ, মোশাহিদ আলী, সাধারণ সম্পাদক, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, তারা মিয়া, সভাপতি, খাদিম নগর ইউনিয়ন আওয়ামী লীগ, শিহাব উদ্দিন  চেয়ারম্যান, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, মঞ্জুরুল হামিদ চৌধুরী, সাধারণ সম্পাদক, বার্সার ইউনিয়ন আওয়ামী লীগ, আতিকুল হক চেয়ারম্যান, সাধারণ সম্পাদক, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক, লক্ষিপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগ, ঋষিকেশ দেব রন্টু, সভাপতি, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ, আবুল হোসেন, সভাপতি, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ, ফারুক মিয়া, সাধারণ সম্পাদক, দয়ামির ইউনিয়ন আওয়ামী লীগ, এবাদ আহমদ, সাধারণ সম্পাদক, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগ প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি