শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

সিকৃবিতে ল্যাপস’র বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশের সময় : ২৬/০৯/২০২২ ০৫:১৭:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
7

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) লেকচারার’স অ্যান্ড অ্যাসিস্টেন্ট প্রফেসর’স সোসাইটি (ল্যাপস)’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী সম্পন্ন হয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এসময় কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কাঠবাদাম, আমলকি সহ বিভিন্ন জাতের মোট ৫০টি গাছের চারা রোপণ করা হয়।

এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, ডীন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, প্রক্টর ড. তরিকুল ইসলাম, কৃষি অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শাহ আলমগীর, ল্যাপসের সভাপতি সহকারী অধ্যাপক মো. নাজমুল আলম টিপু ও সাধারণ সম্পাদক প্রভাষক মো. আবু কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি