শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

জেলা পরিষদ নির্বাচন: সিলেটসহ সারাদেশে বিনা ভোটে জয়ী ১১৪

  • প্রকাশের সময় : ২৬/০৯/২০২২ ১০:৩৮:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
6

জেলা পরিষদ নির্বাচনে সিলেটসহ সারাদেশে বিনা ভোটে ১১৪ জন জয়ী হয়েছেন। তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।

রোববার (২৫ সেপ্টেম্বর) প্রার্থিতা প্রত্যাহার শেষে নির্বাচন কমিশন থেকে এ তথ্য পাওয়া গেছে।

নির্বাচিতদের মধ্যে ২৭ চেয়ারম্যান, ৬৮ জন সাধারণ সদস্য ও ১৯ জন সংরক্ষিত সদস্য রয়েছেন।

জানা গেছে, আপিল নিষ্পত্তি ও মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে ৯০ জন, সাধারণ সদস্য পদে ১ হাজার ৫০৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৬২০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে বিনা ভোটে নির্বাচিত ১১৪ জন রয়েছেন।

যেসব জেলায় বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিলেট, মৌলভীবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁ, নারায়ণগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, কুড়িগ্রাম, লক্ষ্মীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ, কুমিল্লা, ঢাকা, পাবনা, পিরোজপুর, বরিশাল ও জামালপুর।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।


সিলেট প্রতিদিন / এম আর এম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি