শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

প্রশাসনের অনুরোধ প্রত্যাখান: কর্মবিরতিতে অটল শ্রমিক নেতারা

  • প্রকাশের সময় : ১৩/০৯/২০২২ ১২:০২:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

ধর্মঘট প্রত্যাহারের প্রশাসনের অনুরোধকে প্রত্যাখান করে মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি পালনে নিজেদের অবস্থানে অটল রয়েছেন সিলেটের পরিবহন শ্রমিক নেতারা। ‘ট্রাফিক পুলিশের হয়রানি’ বন্ধসহ ৫ দফা দাবিতে সিলেটে এই অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি পালন ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার রাত সাড়ে এগারোটায় সিলেট প্রতিদিনের সাথে আলাপকালে নিজেদের অবস্থানে অটল থাকার কথা জানান সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম।

তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে সোমবার রাতে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, প্রায় পনেরো দিন আগে তারা প্রশাসনকে চিঠি দিয়ে তাদের দাবীর ব্যাপারে অবগত করেছেন, কিন্তু তাদের সাথে যোগাযোগ করা হয়েছে কর্মসূচির আগের দিন। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে কর্মসুচি স্থগিতের অনুরোধ করে বলা হয়েছে বুধবার আলোচনায় বসার জন্য। তাই তারা জানিয়েছেন কর্মসুচি চলবে। আলোচনায় বসতে হলে ওইদিন বসে সিদ্ধান্ত হলে তারা প্রয়োজনে তাৎক্ষণিক কর্মসুচি স্থগিত করবেন।

সামনে এসএসসি পরিক্ষা রয়েছে, কর্মবিরতির কারণে পরিক্ষার্থীরা বিরম্বনার শিকার হবেন জানিয়ে তবুও কী কর্মসুচি স্থগিত করা যায় না? সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলামকে এমন প্রশ্ন করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, পরিক্ষা ১৫ তারিখ থেকে এর ভেতরে কোন সমাধাান না আসলে তারা তাদের শ্রমিকদের বলে দিবেন যাতে পরিক্ষার্থীদের যাতায়াতে কোন সমস্যা না হয় সে ব্যবস্থা করতে।

এর আগে, রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের ৬টি রেজিস্ট্রার্ড সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

পরিবহন শ্রমিকদের ৫ দফা দাবি হচ্ছে- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার করা, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া, ভাঙাচুরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া। এছাড়াও অনুমোদনহীন গাড়ি যেমন- অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছে পরিবহন শ্রমিকরা।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি