শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন

ইচ্ছামতো টিকটক ব্যবহারের দিন শেষ

  • প্রকাশের সময় : ১৩/০৬/২০২২ ০৭:৫১:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

শর্ট ভিডিও তৈরির অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক। বর্তমানে শর্ট ভিডিও তৈরি করে ইনকামের প্ল্যাটফর্ম হিসেবে শীর্ষে আছে টিকটক। অল্প সময়ের মধ্যেই টিকটক বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

এই অ্যাপের ব্যবহারকারীদের তালিকায় সবচেয়ে বেশি আছে কিশোর-কিশোরীরা। এবার কিশোর-কিশোরীদের কথা মাথায় রেখেই টিকটক নতুন ফিচার আনছে। মূলত কিশোর-কিশোরীদের টিকটক ব্যবহারের সময় নিয়ন্ত্রণে নতুন টুল চালু করতে যাচ্ছে অ্যাপটি।

টুলটির নাম দেওয়া হয়েছে ‘শিডিউল আ ব্রেক’। টুলটি কাজে লাগিয়ে টিকটক ব্যবহারের সময় নির্ধারণ করে দেওয়া যাবে। নির্ধারণ করা সময় শেষ হলেই ব্যবহারকারীদের বিরতি নিতে বলবে টুলটি। তবে কিশোর-কিশোরীরা দিনে ১০০ মিনিটের বেশি টিকটক ব্যবহার করলে টুলটি নিজ থেকেই সতর্ক করবে। ফলে মনের ভুলে দীর্ঘ সময় টিকটক ব্যবহার করা থেকে মুক্তি মিলবে।

এছাড়াও ‘স্ক্রিন টাইম ড্যাশবোর্ড’ সুবিধা চালুরও উদ্যোগ নিয়েছে টিকটক। এ সুবিধা চালু হলে মুঠোফোনের পর্দায় টিকটক চালুর সময় দেখা যাবে। শুধু তাই নয়, দিনের কোন সময় কতক্ষণ অ্যাপটি ব্যবহার করা হয়েছে, তা ও জানা যাবে।

এর আগে ইনস্টাগ্রামে ‘শিডিউল আ ব্রেক’ ফিচার এনেছিল মেটা। কিশোর-কিশোরীদের অবাধে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার তাদের বিভিন্ন ক্ষতিকর পরিস্থিতিতে ফেলছে। বাড়ছে কিশোর অপরাধের প্রবণতা। এসব থেকে কিশোর-কিশোরীদের রক্ষা করতেই ‘শিডিউল আ ব্রেক’ ফিচার চালু করছে প্ল্যাটফর্মগুলো।

সূত্র: দ্য ভার্জ


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি