শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

উপাচার্যের পদত্যাগের দাবি: সরব শাবি থেকে সংসদ

  • প্রকাশের সময় : ২৩/০১/২০২২ ১১:৪৬:২৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
3

এনামুল কবীর :: ক্রমশঃ একা হয়ে পড়ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। এতদিন প্রকাশ্যে তার বিপক্ষে অবস্থান না নিলেও রোববার দীর্ঘ বৈঠক শেষে রাতে শাবি শিক্ষক সমিতি যে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে, তাতে তারা প্রায় সরাসরি তাকে সরিয়ে দেয়ার পক্ষে মতামত দিয়েছেন। এদিন মহান জাতীয় সংসদেও উপাচার্য ফরিদ উদ্দিনকে ধুয়ে দিয়েছেন জাতীয় পার্টির দুই সাংসদ।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে রোববার আন্দোলন আরও জোরদার হয়েছে। এদিন সকালে অনশনরতদের সাথে নতুন আরও ৪ শিক্ষার্থী যোগ দিয়েছেন। এনিয়ে অনশন করছেন মোট ২৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১৫ জন অসুস্থ হয়ে নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে জানা গেছে, ডাক্তাররা তাদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা ব্যাক্ত করলেও তারা অনশনে অনঢ়।

রোববার বিকেল দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি পালন শুরু করে। এই কর্মসূচি হচ্ছে শাবি উপাচার্যকে বিচ্ছিন্ন করা। এতদিন তারা তার বাসভবনের সামনে অনশন, ঘেরাও ইত্যাদি করলেও তার বাসায় বাইরের লোকজনের যাতায়াত ছিল। কিন্তু রোববার বিকেলে তারা তাও বন্ধ করার ঘোষণা দেন। বিকেল সাড়ে ৪টার দিকে তারা ভিসির বাসভবনের সামনে মানবপ্রাচীর তৈরি করেন এবং পুলিশ ও গণমাধ্যম কর্মী ছাড়া অন্যান্যনদের প্রবেশ করতে না দেয়ার ঘোষণা দেন। তখণ তারা আরও শক্ত আন্দোলনের হুমকি দিয়ে রেখেছিলেন যা বাস্তবে দেখা যায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে। তখন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাবি উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। রাতে তারা ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন এবং উপাচার্যের কুশপুতুল পুড়িয়েছেন।

এদিকে রোববার বিকেলের দিকে মহান জাতীয় সংসদেও শাবি উপাচার্যের কঠোর সমালোচনা করেন জাতীয় পার্টির দুই সংসদ সদস্য। কাজী ফিরোজ রশিদ শিক্ষার্থীদের উপর পুলিশী বর্বরতার বিষয়টি তুলে ধরে প্রশ্ন রাখেন, কেন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা চালাবে? এটা কি আইয়ুব খান মোনায়েম খানের যুগ যে কথায় কথায় পুলিশ ডেকে আনবেন?

তিনি বলেন, আর কোনো তদন্ত রিপোর্ট নয়, আলাপ-আলোচনা নয়, শিক্ষামন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন। ভিসিকে আজকের মধ্যেই ওখান থেকে উইথড্র করে নিয়ে আসেন।

জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য পীর ফজলুর রহমানও একই দাবি তোলেন। তিনি বলেন, শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে। কিন্তু এই ভিসি নির্লজ্জের মতো, আত্মসম্মান বিসর্জন দিয়ে বসে আছেন। শিক্ষার্থীরা অসুস্থ হচ্ছে। ভিসি কীভাবে বাসায় থাকেন? তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে সরকারের উচিত তাকে আজকের মধ্যেই অপসারণ করা।

এদিকে দুপুরের দিকে ঢাকায় এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার পদত্যাগ নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত লজ্জাজনক।  ভিসি সাহেব বলেছেন, আমি পদত্যাগ করতে পারি যদি সরকার বলে। ভাবতে পারেন! কত বড় দাসের দাস তিনি! 

এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে দাঁড়িয়ে নিরব অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদ উদ্দিন খান। রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এ কর্মসূচি পালন করেন তিনি।

এদিকে আন্দোলনের শুরুর দিক থেকেই সচেতন মহল ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্য বিরোধী বিভিন্ন পোস্ট দিচ্ছেন। তারা শিক্ষার্থীদের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। অনেকে ভিসির কঠোর সমালোচনা করছেন। সেগুলোতে প্রতিবাদী মন্তব্যও লিখছেন কেউ কেউ।

রোববার শাবি শিক্ষক সমিতির ৪ দফা দাবি জানিয়ে পাঠানো সংবাদ বিজ্ঞপিত প্রকাশ হওয়ার পরও নানাজন নানা মন্তব্য করছেন। কেউ কেউ শিক্ষার্থীদের বিজয়ও দেখছেন।

যেমন জাম্মান আহমদ রাসেল নামক একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বিদায় ঘন্টা বেজে গেছে ভিসির। যতদ্রæত পারেন দেশের বাড়ির টিকেট কাটেন। তিনি শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তির ছবি পোস্ট দিয়েছেন।

শামীম আহমদ নামক একজন ফেসবুকে লিখেছেন, ছাত্রদের আন্দোলন কোন ব্যর্থ হয়না। তিনি পোস্ট করেছেন মশাল মিছিলের ছবি।

এইভাবে যে যেভাবে পারেন নিজেদের অবস্থান থেকে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।

এদিকে শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে তারা অবিলম্বে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে যা যা করার দরকার তাই করা তাগিদ দিয়েছেন এবং সরকারের সহযোগীতা চেয়েছেন। তারা সহিংসতার পরিহারের আহŸান জানিয়েছেন। পাশাপাশি পুলিশী হামলার নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।

মোদ্দা কথা, আস্তে আস্তে হলেও শাবি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন বাড়ছে। আর কেউ কেউ তাদের জয়ও দেখতে শুরু করেছেন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি