শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১২ অপরাহ্ন

ছাতকে দখলদার ভূমিখেঁকো চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : ২৩/০১/২০২২ ০৫:২৬:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
4

ছাতকের নোয়ারাই ইউনিয়নে জয়নগর গ্রামের প্রভাবশালী ভুমিখেঁকো চক্র তাজেফর আলী ও তার ছেলেদের বিরুদ্ধে ভূমি জবর দখল ও ভুমি মালিককে প্রাননাশের হুমকি দেয়ায় থানায় একটি  লিখিত অভিযোগ দিয়েছেন একই গ্রামের হরমুজ আলীর পুত্র আবদুল কুদ্দুছ। গত শনিবার তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন তিনি।

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জমি দখলের বিষয়ে সত্যতা পেয়েছেন।

অভিযোগ থেকে জানা যায়, জয়নগর গ্রামের মোশাররফ আলীর পুত্র তাজেফর আলী এবং তার ছেলে জসিম উদ্দিন ও মইন উদ্দিন দীর্ঘদিন ধরে গ্রামের নিরীহ লোকজনের জমি জোর দখল সহ বিভিন্ন অন্যায় কাজে জড়িত। ২০ জানুয়ারি তাজেফর আলীর বাড়ির পাশ দিয়ে যাওয়া একটি খাল ভরাট করে দেয় তাজেফর আলী ও তার ছেলেরা। গ্রামের বেশ কিছু লোকের জমিতে পানি সেচের জন্য এক প্রবাসী পরিবার ও আব্দুল কুদ্দুসের জমি দিয়ে এ খাল (ড্রেন) করা হয়েছে। কিন্তু দখলবাজ ভূমিখেঁকো চক্রের তাজেফর আলী ও তার ছেলেরা জোরপূর্বক এ খাল (ড্রেন) ভরাট করে দিয়ে গ্রামবাসীর কৃষিক্ষেতের ক্ষতিসাধন করেছে এবং খাল ভরাট করে দখলীয় ভূমিতে মোরগের খামার প্রতিষ্ঠা করার কথাও বলে বেড়াচ্ছে তাজেফর আলীর ছেলেরা। ২০ জানুয়ারি খাল ভরাটের সময় আপত্তি জানিয়েছিলেন আব্দুল কুদ্দুস। এসময় দখলবাজ, ভূমিখেঁকোরা আব্দুল কুদ্দুসকে প্রাণে মারার জন্য উদ্ধ্যত হয়। স্থানীয় লোকজন এসময় তাকে উদ্ধার করেছেন।

ঘটনার কিছুসময় পর আব্দুল কুদ্দুস ও এক প্রবাসী পরিবারের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে তাজেফর আলী ও তার ছেলেরা। তারা বলেছে ৫০ হাজার টাকা দিলে খালের (ড্রেন) জমি ছেড়ে দেবে তারা।

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য মনোহর আলী জানান, তাজেফর আলী উগ্র ও দখলবাজ প্রকৃতির লোক। তার দখলবাজীর জন্য একাধিক সালিশ বৈঠক করেছেন তিনি। গ্রামের রূপা মিয়া ও ইরাজ আলী জানান, তাজেফর আলীর ছেলে জসিম উদ্দিন দাগী লোক। বিভিন্ন মামলার আসামীও ছিলো সে।

এ পরিবারের কারণে গ্রামবাসী অতিষ্ঠ। গ্রামের সিরাজ আলী, মোতাফর আলী, সাবেক মেম্বার সমুজ আলী সহ অনেক নিরীহ মানুষের জায়গা-জমি দখল করে নিয়েছে তারা। এসব বিষয়ে অনেকবার সালিশ-বৈঠকও হয়েছে। কোনো সুরাহা হয়নি। তাজেফর আলী ও তার ছেলেরা গ্রামে একেরপর এক অঘটন সহ নিরীহদের জমিদখল কার্যক্রম অব্যাহত রেখেছে।

এদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছেন তারা।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি