শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

‘৩৪ উপাচার্যের একযোগে পদত্যাগের খবরটি সত্য নয়’

  • প্রকাশের সময় : ২৩/০১/২০২২ ০১:৪৭:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদ পদত্যাগ করলে ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও পদত্যাগ করবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবর সত্য নয় বলেছেন বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ড. হাবিবুর রহমান।

শনিবার রাত ৯টায় শিক্ষামন্ত্রীর বাসভবনে শাবিপ্রবির শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে  তিনি এমনটি বলেন। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য ড. হাবিবুর রহমান বলেন, ‘এইরকম কোনো বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়ে ছড়িয়ে পড়েছে সেটা ভুয়া। আমরা কেনই বা এ কথা বলব?’

এর আগে আজ সন্ধ্যা থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে যে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদকে পদত্যাগে বাধ্য করা হলে দেশের ৩৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও একযোগে পদত্যাগ করবেন।

সেখানে আরও বলা হয়, শুক্রবার বিশ্ববিদ্যালয় পরিষদের ভার্চুয়াল এক বৈঠকে উপাচার্যরা এই সিদ্ধান্তের কথা জানান।


সিলেট প্রতিদিন / এসএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি