শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

হাকালুকি হাওর পরিদর্শনে এমপি হাবিব

  • প্রকাশের সময় : ১৪/০১/২০২২ ০৬:১৫:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
5

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ফেঞ্চুগঞ্জের হাকালুকি হাওরকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ইতিমধ্যে কাজ শুরু করেছেন। শুক্রবার (১৪জানুয়ারি) সকালে পানি সম্পদ উপমন্ত্রী এনামূল হক শামিমের নির্দেশক্রমে জেলা প্রকৌশলী এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সাথে নিয়ে হাকালুকি হাওরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন সাংসদ হাবিবুর রহমান।

সম্প্রতি সিলেটে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামিম সফরে আসার পর এমপি হাবিব এ ব্যপারে পানি সম্পদ উপমন্ত্রীর সহযোগিতা চান। তিনিও এ-ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

জানা যায়, পর্যটন কেন্দ্র প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হবে। প্রকল্পটির মধ্যে রয়েছে নদীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে, হাকালুকি হাওর এলাকায় বোরো ফসল রক্ষার্থে বেড়িবাঁধ নির্মাণ, পর্যটক আকর্ষণে ঢাকার হাতিরঝিলের মতো নয়নাভিরাম আর্চ ব্রীজ নির্মাণ।

এছাড়াও থাকবে পর্যটকদের বসার জন্য ব্রেঞ্চ,শিশুদের জন্য থাকবে দোলনা, বিভিন্ন খেলার সামগ্রী।

হাওর পরির্দশনকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল,ঘিলাছড়া ইউনিয়ন চেয়ারম্যান লেইছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজি এনাম, এবিএম কিবরিয়া ময়নুল, সিলেট জেলা তাঁতী লীগের সভাপতি আলমগীর হোসেন, পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী গোলাম বারী, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়ত আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রকৌশলী ইকবাল আহমদ উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি