শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:১৬ অপরাহ্ন

প্ল্যাকার্ড হাতে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

  • প্রকাশের সময় : ০৪/১২/২০২১ ০১:২৫:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
4

হবিগঞ্জের বাহুবলে মহাসড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বাহুবল এলাকায় তারা যানবাহন বন্ধ করে দিয়ে মহাসড়কটি অবরোধ করে রাখে।

এসময় বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মহাসড়কে বসে পড়ে।

এসময় উভয় পাশের শতাধিক যানবাহন আটকা পড়ে।

‘লেগেছেরে লেগেছে আগুন লেগেছে’ শিক্ষার্থীদের স্লোগানে মহাসড়কে কম্পন সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সান্ত্বনা দিচ্ছে।

প্রশাসন তাদের দাবি মেনে না নিয়ে মহাসড়ক ছাড়বে না বলেও জানান তারা।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি